Header Ads

Header ADS

বাংলাদেশি ১২ কোম্পানির প্রতিনিধিদের ভিসা বাতিলের দাবি বিজেপি নেতার(BJP leader demanding cancellation of visa of Bangladeshi 12 companies)


Shiladitto

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে কর্মরত বাংলাদেশের ১২ থেকে ১৫টি কোম্পানীর প্রতিনিধিদের ভিসা বাতিলের দাবি জানিয়েছেন আসামের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা ও বিধায়ক শিলাদিত্য দেব। এ বিষয়ে ব্যবস্থা নিতে ভারতের কেন্দ্রীয় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন তিনি।

আসামের রাজধানী গুয়াহাটিতে শনিবার এক সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের ১২টি কোম্পানীর প্রতিনিধিরা আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোতে বসবাস করছে। তারা এখানে এসে লাভ জিহাদ করছে।

তাদের দুই-তিন বছরের জন্য ভিসা দেওয়া হচ্ছে। এখানে এসে তারা হোটেলে না উঠে ঘর ভাড়া করে হিন্দু মেয়েদের প্রলোভন দেখিয়ে মুসলিম বানিয়ে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বৈধভাবে ভারতে এসে হিন্দু মেয়েদের দামি উপহার দিয়ে এবং নানা প্রলোভন দেখিয়ে মুসলিম বানিয়ে অবৈধভাবে বাংলাদেশ নিয়ে যাচ্ছে। এতে হিন্দু সমাজে বিরুপ প্রভাব পড়ছে।’

তিনি বলেন, বাংলাদেশের প্রাণ-আরএফএল, বেঙ্গল প্লাস্টিক, সজিব ফুট, টিকে গ্রুপ, এনপলি প্লাস্টিকসহ ১২ থেকে ১৫টি কোম্পানীর প্রতিনিধিরা ২ থেকে ৩ বছর ভিসা দেয়া হচ্ছে। এটা বাতিল করতে হবে।

তারা বৈধভাবে এসে আমাদের হিন্দু মেয়েদের বাংলাদেশে নিয়ে গিয়ে মুসলিম বানাচ্ছে। ভবিষ্যতে তাদের সৌদি আরবে বিক্রি করে দেবে না তার কি গ্যারান্টি আছে। এ বিষয়ে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

source:http://diganta.net

No comments

Powered by Blogger.