Header Ads

Header ADS

চালের পোকা দূর করার উপায়।(The way to remove rice insects)

rice


চাল বাজার থেকে কিনে কিছুদিন বাসায় রেখে দিলেই তাতে পোকা ধরে যায়। খুব ছোট আর দ্রুতগতির এই পোকা দূর করা অত্যন্ত কষ্টকর। অনেকটা অসম্ভবই বলা চলে। চলুন আজ জেনে নিই দ্রুত চালের পোকা কী করে দূর করা সম্ভব।

১। চালের পরিমান অনেক হলে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। এতে চাল অনেক দিন ভালো থাকবে।

২। চালে যদি পোকা লেগে যায়, তবে কৌটো ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ৪-৫ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গেছে।

৩। যদি চালের পাত্রে পোকা ধরেই যায়, তাহলে চালের পাত্রে কয়েকটি নিম পাতা বা তেজপাতা রেখে দিতে দিন। দেখবেন চালের পোকা পালিয়েছে। চালে পোকা না ধরলেও রাখতে পারেন। তাতে পোকা ধরার সম্ভাবনা থাকে না।

৪। যে জায়গায় চাল রাখছেন, সেই জায়গাটি নিয়মিত পরিষ্কার করুন। চাল রাখার কৌটোটি কিছু সময় অন্তর পরিষ্কার করে নিন।

৫। চালের কৌটোর আশপাশে কীটনাশক স্প্রে করে দিন। তাহলে আর চালে পোকা ধরার ভয় থাকবে না।

৬। চাল সংরক্ষন করার জন্য অবশ্যই এয়ার টাইট ফুড কন্টেইনার ব্যবহার করবেন। এতে চালে পোকা ধরার ভয় যেমন থাকে না, চাল টা স্যাঁতস্যাঁতে হওয়ার সম্ভাবনাও কমে।

৭। অনেকেই চালের পোকা ধরলে রোদে শুকোতে দেন। এতে পোকা মরে যায় ঠিকই, কিন্তু সেই চালে আর ভালো ভাত হয় না। তাই সরাসরি চাল রোদে না রেখে, কৌটোশুদ্ধ রেখে দিতে পারেন। রোদের তাপে পোকা মরে যাবে।

No comments

Powered by Blogger.