ভায়াগ্রা Viagra শীর্ষস্থানীয় যৌন 'ওষুধ' (Viagra most top sexual 'medicines')
ভায়াগ্রা— শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে কেমন একটা লুকোচুরির সম্পর্ক,রয়েছে সেক্সি সেক্সি ভাব। সকলেই জানেন এর ব্যবহার। কিন্তু, জনসমক্ষে এর নাম মুখে আনা যেন মহাপাপ। কখনও লজ্জা বা সংকোচেরও। কিন্তু, ভায়াগ্রা অবশ্যই কাজের, জানিয়েছেন এর ব্যবহারকারীরা, সেই সাথে উৎপাদন কারি প্রতিষ্ঠান ও।
ভায়াগ্রার মুল্য কত?
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসার মাত্র দু’সপ্তাহের মধ্যে, এই ‘মহৌষধ’-এর জন্য দেড় লাখ প্রেসক্রিপশন লেখা হয়েছিল বলে জানা গিয়েছে এক সংবাদ প্রতিবেদন থেকে। এবং বিশ্ববাজারে আবির্ভূত হওয়ার আগেই, তা কালোবাজারের দৌলতে পৌঁছে যায় ইজরায়েল, পোল্যান্ড ও সৌদি আরবে। মার্কিন দেশে ভায়াগ্রার দাম তখন ১০ ডলারের কাছাকাছি হলেও, অন্যান্য দেশগুলিতে তা পাওয়া যেত পাঁচ গুণ বেশি দামে।
কিভাবে আবিস্কার করা হয়ঃ
১৯৯০ সালের গোড়ার দিকের কথা। হৃদরোগ সারানোর জন্য, সিলদেনাফিল নামে একটি ড্রাগ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন ফাইজার নামে এক বিখ্যাত ওষুধ নির্মাণকারী সংস্থা। কিন্তু, হার্টের উপরে কোনও প্রভাব ফেলতে পারেনি ওষুধটি। বদলে তা পুরুষদের যৌন ইচ্ছে বাড়িয়ে দেয় বলে জানান পরীক্ষায় অংশগ্রহণকারীরা।
স্বাভাবিকভাবেই, ফাইজার নিদেজের পথ বদল করে। এবং, ২৯৯৮ সালে ২৭ মার্চ সবুজ সংকেত অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) সংস্থা থেকে। বাজারে বের হয় ভায়াগ্রা। সেই হিসেবে দেখলে আজ, ২০ বছর পার করল ভায়াগ্রা।
পাওয়া যাচ্ছে নকল ভায়াগ্রাওঃ
বিশ্ববাজারে আত্মপ্রকাশের পরে, ভায়াগ্রার নকল বেরতে সময় লাগেনি বেশি দিন। ফাইজার কম্পানি নিজেরাই একটি সমীক্ষা করে ২০১১ সালে। তাতে জানা যায়, অনলাইনে কেনা ভায়াগ্রার ৮০ শতাংশই নকল হয়। ফলে, এই ‘মহৌষধ’ কেনার আগে সাবধান!
শুধু যৌন জীবনই নয় ভায়গ্রা যত্ন নেয় আপনার হৃদয়েরওঃ
শুধু যৌন জীবনই নয় ভায়গ্রা যত্ন নেয় আপনার হৃদয়েরও এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। পুরুষাঙ্গের ইরেকশন জনিত সমস্যার সমাধানের জন্য ভায়েগ্রার প্রচলন বহুদিন ধরেই। সঙ্গমকালে পেনিসে রক্তসঞ্চালন বৃদ্ধি করে ভায়েগ্রা। বিএমসি মেডিসিন নামক একটি জার্নালে প্রকাশিত প্রবন্ধ অনুযায়ী এই ''ছোট্ট নীল ওষুধ'' হার্ট মাসলের ঘন হওয়া প্রতিরোধ করতে সক্ষম। ফলে হার্ট অ্যাটাকের প্রাথমিক সম্ভাবনা বহুলাংশে হ্রাস হয়।
ইরেকশন জনিত সমস্যা সমাধানে যে পরিমাণে ভায়গ্রা প্রয়োজন পরে তার থেকে কম ডোজের ভায়গ্রার প্রয়োজন পরে হার্টের ক্ষেত্রে। হার্টের সমস্যায় জর্জরিত রোগীদের উপর ভায়গ্রা প্রয়োগ করে দেখা গিয়েছে এর পার্শ্ব পতিক্রিয়া অতন্ত্য কম। এখনও পর্যন্ত ১৬০০ জন রোগীর উপর হার্টকে সুস্থ্য রাখতে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই সাফল্য পাওয়া গিয়েছে।
এই গবেষণার অন্যতম প্রধান রোমের সাপিয়েনযা বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ডঃ অ্যান্দ্রিয়া এম. ইসিডোরি জানিয়েছেন দ্রুত এই বিষয়ে আরও বেশ কিছু ক্লিনিকাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে।
মহিলাদের জন্য ভায়গ্রা এখনো আবিষ্কার হয় নি | অনেক ওষুধ কোম্পানি দাবি করে যে তারা মহিলাদের জন্য ভায়গ্রার মত ড্রাগ বানায়‚ যার ফলে মহিলাদের জন্য সেক্স আরো উত্তেজক হয়ে
ওঠে | কিন্তু এতে একদম কান দেবেন না | কারণ এখন অব্দি বাজারে FDA অনুমোদিত এমন কোন ড্রাগ পাওয়া যায় না |
No comments