জাকির নায়েককে ফেরত চেয়ে মালয়েশিয়াকে ভারতের চিঠি (Zakir Naik to get back India's letter to Malaysia)
ভারতীয় ইসলামী চিন্তাবিদ, বক্তা, লেখক ও বহুল আলোচিত-বিতর্কিত ধর্মপ্রচারক ড. জাকির নায়েককে ফেরত চাইছে ভারত।খবর টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জাকির নায়েককে ফেরত পাঠাতে মালয়েশিয়ার কাছে অনুরোধ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে দেশটির জাতীয় তদন্ত সংস্থা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ এবং চার্জশিট উপস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।খবরে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। তবে জাকির নায়েককে হস্তান্তর করতে মালয়েশিয়া প্রস্তুত বলে আগে জানিয়েছিল।
মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছিলেন, ভারত জাকির নায়েককে হস্তান্তরের অনুরোধ করলে দু’দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, তরুণদের জিহাদে উদ্বুদ্ধকরণে জাকির নায়েক ভূমিকা পালন করছিলেন ভারত সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ আনার পর থেকে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন তিনি।
No comments