মোজার গন্ধকে দ্রুত বিদায় করুন (Say Bye to Smelly Shocks)
মোজায় গন্ধ নিয়ে লজ্জায় পড়তে হয় সবখানে যখন তখন? এবার আর লজ্জায় পড়া নয়! জেনে নিই কী করে মোজা খুব সহজে দূর্গন্ধমুক্ত করে ফেলতে হয়!
১। বাইরে থেকে ঘরে ফিরে গরম জলে ভালো করে
পা ধুয়ে নিন ৷ গরম জলে ফেলে নিন একটু নুন ৷ এতে করে আপনার পা অনেক দ্রুত
এবং ভালোভাবে পরিষ্কার হবে।
২। পা ঘষে নিন স্ক্রাবার দিয়ে ৷ আঙুলের
মাঝগুলো ভালো করে পরিষ্কার করুন ৷ অন্যথায় এই জমে থাকা ময়লাই তৈরি করতে
পারে মোজার দূর্গন্ধের।
৩। ভালো করে পা মুছে, লাগিয়ে নিন ময়েশ্চারাইজার ৷
৪। একই মোজা বেশিদিন ব্যবহার করবেন না ৷ এতে করে মোজা দূর্গন্ধ হওয়ার প্সম্ভাবনা বাড়বে।
৫। জুতোগুলোকে মাঝে মধ্যে রোদে দিন ৷অনেকসময় জুতোর কারণেও মোজা দূর্গন্ধ হয়ে যায়।
৬। জুতোর ভিতর পাউডার দিয়ে, ভালো করে কাপড় দিয়ে মুছে নিন সপ্তাহে একবার ৷
৭। মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন ৷ এতে করে
আপনার পায়ে দূর্গন্ধ কম হওয়ার সম্ভাবনা থাকে। আর পা দূর্গন্ধ না হলে মোজা
দূর্গন্ধ হওয়ার প্রশ্নই আসে না।
৮। সুতির মোজা ব্যবহার করুন ৷ তাহলে বাতাস বেশি আসা-যাওয়া করবে। পা ঘামবে কম আর পায়ের মোজা গন্ধও হবে কম।
No comments